রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত। একাধিক জেলায় তৈরি হয়েছে হটস্পট। এবার যদুবাবুর বাজারে ভরদুপুরে মশারি টাঙিয়ে বিক্ষোভ দক্ষিণ কলকাতা কংগ্রসের। শহরে ডেঙ্গির প্রকোপ ও মৃত্যুর ঘটনায় পৌরনিগমের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস। দক্ষিণ কলকাতার কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের দাবি, কলকাতা পুরনিগম ডেঙ্গি সংক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে।
সোমবারই ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামেন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। যাদবপুরের কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে যান তিনি। কারাখানায় ভিতর ড্রোন উড়িয়ে মশা মারার কীটনাশক স্প্রে করা হয়। ড্রোনের মাধ্যমে জঞ্জাল, জমা জল ও লার্ভার খোঁজ চালান পৌরকর্মীরা।
আরও পড়ুন: 'চোখের আলোয়...'! দৃষ্টিহীন শিল্পীদের হাতে প্রাণ পাচ্ছে মাটির দুর্গা