২৬ মার্চ শনিবার দক্ষিণ কলকাতার (South Kolkata) বিরাট অংশ জুড়ে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ (Drinking Water Service)। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল কলকাতা পুরসভা (KMC)। পুর কমিশনার বিনোদ কুমার জানিয়েছেন, জয় হিন্দ জলপ্রকল্প ও বিভিন্ন পাম্পিং স্টেশনের এয়ার ভাল্ভের মেরামত করা হবে ওই দিনে।
ধাপায় জয় হিন্দ জলপ্রকল্পের (Jai Hind Water Project) কাজ চলছে। এই জল প্রকল্প থেকে জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সিএন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জিএস বুস্টার পাম্পিং স্টেশন এবং একাধিক ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশন এর জল সরবরাহ হয়। সেই কারণেই এসব এলাকায় জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
আরও পড়ুন: 'স্ত্রী-এর ওপর বলপূর্বক শারীরিক সম্পর্ক ধর্ষণই', যুগান্তকারী রায় কর্নাটক আদালতের
বাইপাস সংলগ্ন অঞ্চল (Bypass Area) পিকনিক গার্ডেন, মুকুন্দপুর, আনন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চান্নগ্রাম এবং সার্ভে পার্কে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।