জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রীর কাছে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুখে প্রশংসা শুনে আপ্লুত শোভন চট্টোপাধ্যায়।
প্রাক্তন মেয়র মুখ্যমন্ত্রীকে সমর্থনই করলেন। শোভন জানান, "জ্যামে ফেঁসে গেলে ওপরে উঠে মেট্রোয় যাওয়া যাবে। বেহালাবাসী উপকৃত হবেন।" তবে মমতা বন্দ্যোপাধ্য়ায় রেলমন্ত্রী থাকাকালীন ৭৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল।তারপরেও কেন এত বছর লাগল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। তবে শোভন চট্টোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মেট্রো চালু হওয়ায় তিনি খুশি।