কংগ্রেসকে ছাড়াই বিরোধী জোটের উদ্যোগ। কংগ্রেস ও বিজেপিকে সমদূরত্ব রাখবে দলগুলি। এদিন কলকাতায় এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। আগামী সপ্তাহে বিজেডির প্রধান ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চের শেষে সংসদ অধিবেশনের আগে দিল্লি যাবেন তৃণমূল নেত্রী।
তৃণমূলের অভিযোগ, বিজেপি রাহুল গান্ধীকে ব্যবহার করে বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে। বিরোধী জোটের নেতা হিসেবে রাহুল গান্ধীকে মানতে চান না বিরোধীরাও। এদিন অখিলেশ ও মমতা বিরোধী জোটের নতুন সমীকরণে কংগ্রেসকে বাইরে রেখেই লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি তৈরি করতে চাইছেন।
এদিন কলকাতায় এসেই বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের কথা বলেন, অখিলেশ যাদব। তিনি বলেন, "বাংলায় আমরা মমতা দিদির সঙ্গেই আছি। আমাদের প্রধান লক্ষ্য বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখা। বিজেপি ভ্যাকসিন যারা পেয়েছেন, তাদের পিছনে ইডি-সিবিআই নেই।" রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নীতি এনে একই সঙ্গে জাতীয় রাজনীতিতে দুটি শত্রু বানিয়ে ফেলতে পারে তৃণমূল কংগ্রেস।
এই জোটকে তৃতীয় ফ্রন্ট বলা হচ্ছে না। কংগ্রেসকে বাদ দিয়ে একই নীতি নিয়ে চলবে আঞ্চলিক দলগুলি। যে রাজ্যে যে দলের শক্তি বেশি, সেখানে কংগ্রেস ও বিজেপি বিরোধী লড়াই চালাবে সমমনস্ক দল।