সোমবার শুনানি শেষে আলিপুর আদালত থেকে বের করা হল এসপি সিনহা ও অশোক সাহাকে। দু'জনের আরও দু'দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার বিরুদ্ধে ডেটা সরিয়ে ফেলার অভিযোগ আনে সিবিআই। তার জেরে আগেই তাঁদের ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
সোমবার আলিপুর জজ কোর্টে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক শুভার্থী সরকারের এজলাসে শুনানি হয়। আগেই দুই প্রাক্তন এসএসসি কর্তাকে গ্রেফতার করার পর নিজাম প্যালেসে রাতভর জেরা করা হয়। সেখানে তাঁরা সমস্ত দায় এড়িয়ে যান বলেই খবর। সোমবার আবারও তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলে সিবিআই।
আরও পড়ুন- Anubrata Mondal: বাঁধগড়া এলাকার চালকলের মালিক তিনি নন, সোমবার স্পষ্ট করলেন অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষ
আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। তদন্তের মূল হাতিয়ার ছিল আর এন বাগ কমিটির রিপোর্ট। তদন্তে নেমে বেনিয়মের প্রমাণ পেয়েছিল সিবিআই। আর দুর্নীতির প্রমাণ সিবিআই-এর হাতে এনে দেয় ইডি।