মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ভোর পাঁচটা থেকেই চালু থাকবে সরকারি-বেসরকারি বাস, ট্যাক্সি এবং ক্যাব। শনিবার একথা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
এদিন ময়দান টেন্টে মাধ্যমিক পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী। সেই বৈঠক থেকে বেরিয়েই এই কথা জানিয়েছেন তিনি। এমনকি ছাত্র-ছাত্রীদের জীবনের এই বড় পরীক্ষার জন্য লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য রেলকে অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন - স্বাভাবিকের নিচে সর্বোচ্চ তাপমাত্রা, বাড়ছে সর্বনিম্ন, বিচিত্র আবহাওয়া বঙ্গে
পরীক্ষার সময় এগিয়ে এসেছে। বেলা ১২ টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ থেকে শুরু হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেই কারণেই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। এছাড়াও খোলা হবে অতিরিক্ত কন্ট্রোল রুম। শুধু কলকাতা নয় রাজ্যের প্রত্যেকটি জেলাতেই থাকবে এই ব্যবস্থা।