ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) বাড়িতে বিশেষ তদন্তকারী দল SIT। তদন্তকারী অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন।
মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ আমতায় আনিস খানের বাড়িতে আসে SIT-এর ১৫ জনের একটি দল। এই দলে তিনজন আইপিএস পদমর্যাদার অফিসারকে রাখা হয়েছে। এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন আইপিএস প্রদীপ যাদব (IPS Pradip Yadav)। এছাড়াও এদিন আনিসের বাড়িতে যান আইপিএস মিরাজ খালিজ (Miraj Khalif) ও আইপিএস ধ্রুবজ্যোতি দে (Dhurbajyoti Dey)।
আরও পড়ুন: হাইকোর্টে আনিস মামলা, ছাত্রনেতার বিরুদ্ধে ছিল পকসো ধারা, দাবি পুলিশ সুপারের
এদিন আনিসের বাড়িতে এসে তাঁর বাবা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে তদন্তকারী দল। তাঁদের বক্তব্যও নোট করেন অফিসাররা। তিনতলার যে ছাদ থেকে আনিসকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে, সেই জায়গাটিও পরীক্ষা করে দেখেন তাঁরা।
বারবার আনিস খানের বাবা সিবিআই তদন্তের কথা বলেছেন। রাজ্যের কোনও তদন্তের ওপর ভরসা করতে চাইছেন না তিনি। সোমবার পুলিশ আনিস খানের মোবাইল চান তাঁর পরিবারের কাছে। তাও পুলিশকে দিতে অস্বীকার করেন তাঁরা। এদিন যদিও বিশেষ তদন্তকারী দলের সঙ্গে সহযোগিতা করেছেন পরিবার।