আগামী লোকসভা ভোটে কী তৃণমূলের প্রার্থী হবেন নুসরত জাহান ? আজ ব্রিগেডের ময়দান থেকে প্রার্থী তালিকায় ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের যে প্রাথমিক তালিকা তৈরি হয়েছে, তাতে নাকি নুসরতের নাম নেই। যদিও তৃণমূলের তরফে এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া নেই। বাংলার শাসক দল জানিয়েছে, এই ব্যাপারে যা বলার তৃণমূল নেত্রীই বলবেন।
পাঁচ বছর আগে বসিরহাট কেন্দ্র থেকে সাড়ে তিন লক্ষ ভোটে জিতে সংসদে গিয়েছিলেন নুসরত। কিন্তু সাম্প্রতিক সময়ে সন্দেশখালির ঘটনায় তাঁকে ঘিরে অনেক প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে তাঁর নিজের সংসদীয় কেন্দ্র থেকেই। অভিযোগ করা হয়, সন্দেশখালির ঘটনার পরেও সেখানে যাননি নুসরত।
যদিও, বেশ কয়েক দফায় পোস্ট থেকে সন্দেশখালির মানুষের পাশের দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন নুসরত। তাতেও চিড়ে ভেঁজেনি বলেই রাজনৈতিক মহলের খবর।