রথের রশিতে টান দিয়েই শুরু হয়ে যায় দুর্গা পুজোর প্রস্তুতি। প্রতি বছর এই দিনেই প্রথা মেনে খুঁটি পুজো সারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sree Bhumi Sporting Club) । এবছরেও তার অন্যথা হল না। রথের দিনেই মহাসমারোহে হয়ে গেল খুঁটি পুজো। এবছর ৫১ তম বর্ষে পদার্পণ করল শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজো। এবারের পুজোর থিম প্যারিসের ডিজনিল্যান্ড।
Mamata Banerjee : জগন্নাথদেব অনুমতি দিলে আগামী বছর দিঘায় বড় করে রথযাত্রা, জানালেন মুখ্যমন্ত্রী
শ্রীভূমির খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন টলিউডের জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। শ্রীভূমি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো হিসেবে খ্যাত। এদিন নিজের হাতে আরতি করেন মন্ত্রী। এবছরেও পুজোর প্যান্ডেল এবং প্রতিমায় থাকছে বিশেষ চমক।