বিধানসভা ভোটে সিঙ্গুর থেকে লড়েছিলেন, কিন্তু লোকসভায় ‘হাইভোল্টেজ’ কেন্দ্র যাদবপুরের সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) । নাম ঘোষণার পর থেকেই, প্রচারে নেমে পড়েছেন তিনি। গত লোকসভা ভোটে, এই কেন্দ্রে তৃণমূলের মিমি চক্রবর্তীর কাছে বিরাট ভোটের ব্যবধানে হেরেছিলেন বিকাশ ভট্টাচার্য। এবার সেই কেন্দ্রে, তারকা তথা তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে লড়বেন সৃজন।
সৃজনের বার্তা, তিনি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য লড়বেন। সৃজনের কথায়, যাদবপুরের মানুষ তৃণমূলের উপর বিরক্ত, তৃণমূলের চোরদের বিজেপি ধরবে না বলেও খোঁচা দেন সৃজন। যাদবপুর বিকল্প খুঁজছে বলে ভোট নিয়ে আশাবাদী তিনি।
Abhishek Banerjee: দিলীপ গড়ে জুনের হয়ে প্রচার, বিজেপিকে কটাক্ষ অভিষেকের
সৃজনকে শুভেচ্ছা জানিয়েছেন সায়নী। পাল্টা সৃজন-ও শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের যুবনেত্রীকে। সৃজন সায়নীর প্রসঙ্গে জানান, 'ওঁকে আমার শুভেচ্ছা। আমি ওঁর অভিনয় দেখেছি। ভালো লেগেছে। উনি ভালো থাকুন।'