কলকাতায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কবি তথা পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন কবি, ডাক্তার পরীক্ষা করতে বলেছিলেন।
দীর্ঘদিন ধরেই প্রবল জ্বর তাঁর, কিছুতেই আয়ত্তে আসছিল না। রিপোর্ট পজেটিভ আসতেই আর ফেলে রাখা হয়নি তাঁকে,তড়িঘড়ি ভর্তি করানো হয় হাসপাতালে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষনে থাকবেন শ্রীজাত।
'Dunki' Teaser: কিং খানের জন্মদিনে উপহার, 'মন্নত' থেকেই প্রকাশ্যে আসবে ডাঙ্কি?
এর আগে রুবেল, সায়ন্তনী গুহঠাকুরতার ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর শোনা যায়।