৬১৮ জনের পর এবার আরও ১৫৭ জনের চাকরি গেল। স্কুল সার্ভিস কমিশন (SSC) বিবৃতি দিয়ে নবম ও দশম শ্রেণির অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকার নাম আছে।
প্রথমে গ্রুপ ডি কর্মী ও পরে নবম-দশম শ্রেণির শিক্ষক। ধাপে ধাপে শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে ২০১৬ ওএমআর শিট দুর্নীতি মামলায় গ্রুপ ডির ১৯১১ জনের নিয়োগও বাতিল করা হয়। ২০১৬ সালের নিয়োগের পরীক্ষাতেও গরমিলের অভিযোগ ওঠে। শুক্রবারই ৬১৮ জনের চাকরি বাতিল করা হয়। এবার ১৫৭ জনের চাকরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বাড়ছে দিনের তাপমাত্রা, দোলে কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস
এখনও ৩০ জনকে নিয়ে সিদ্ধান্ত নেয়নি স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, তাঁদের নিয়োগ পরীক্ষার খাতা খতিয়ে দেখা হচ্ছে।