হাই কোর্টের নির্দেশের পর অযোগ্য শিক্ষকদের ১৮৩ জনের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। হাই কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার বাকি ৪০ জনের তালিকাও প্রকাশ করল এসএসসি। ওএমআর শিটে (OMR Sheet) নম্বর বাড়িয়ে ভুয়ো সুপারিশের অভিযোগ আগেই ছিল। এবার আদালতের নিয়ম মেনে ৪০ জনের নামের তালিকা প্রকাশ করল কমিশন।
OMR শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি। ভুল সুপারিশ কবুল করে তালিকা প্রকাশ করে কমিশন। প্রসঙ্গত, মঙ্গলবারই বেআইনিভাবে নিযুক্ত ৪০ জনের তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাই কোর্ট। এর আগে ১৮৩ জনের চাকরির সুপারিশের কথা স্বীকার করে কমিশন। তাঁদের নামও ঘোষণা করা হয়েছিল। এদিনও হাই কোর্টের নির্দেশের পর ৪০ জনের নাম প্রকাশ্যে আনল কমিশন।
আরও পড়ুন: ফের মমতার কনভয়ে 'জয় শ্রীরাম', যুবকদের তাড়া করে এলাকাছাড়া করল রাজস্থান পুলিশ
এদিন এই বেআইনি চাকরির সুপারিশ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটা কোনও ভূতের কাজ নয়। কমিশনের অফিসে যাঁরা কাজ করেন, তাঁরাই এই দুর্নীতি করেছেন।' ওএমআর শিট নিয়ে এত প্রশ্নের পর কীভাবে নষ্ট করা হল? হাই কোর্টে জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।