স্কুলে শিক্ষক ও কর্মী দুর্নীতি মামলায় (SSC Group D Recruitment) উপদেষ্টা কমিটির চার সদস্যকে মঙ্গলবার দুপুরেই সিবিআইয়ের (CBI) কাছে নিয়ে যেতে হবে। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের। মঙ্গলবার দুপুরেই সিবিআইয়ের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশই বহাল থাকল।
এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে আবেদন করে এসএসসি উপদেষ্টা কমিটির চার সদস্য। কিন্তু উচ্চ আদালতের নির্দেশ, মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে দুই সদস্য সুকান্ত আচার্য ও প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায়কে সিবিআই দফতরে নিয়ে যেতে হবে। দুপুর ৩টের মধ্যে আরও দুই সদস্য অলোককুমার সরকার ও তাপস পাঁজাকে নিয়ে যেতে হবে সিবিআই দফতরে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারকে (সেন্ট্রাল) তাদের সিবিআই অফিসে নিয়ে যাওয়ার দায়িত্বভার দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৭১৫ দিন পর দেশে এক হাজারের নিচে নামল দৈনিক কোভিড সংক্রমণ, মৃত ১৩
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে অনিয়ম উঠেছিল। কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকে হাইকোর্টের নির্দেশে জেরা করে সিবিআই। এই কমিটির আরও চার সদস্য ছিল সুকান্ত, প্রবীর, অলোক ও তাপস। গত সপ্তাহে হাইকোর্টের নির্দেশে রাত ১১টার সময় সিবিআইয়ের সদস্যরা শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করেন।