কলকাতার যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু স্কুল সার্ভিস কমিশনের (SSC)। ৬৫ জনকে সুপারিশপত্র দেওয়ার জন্য ডাকা হল কাউন্সেলিংয়ে। নবম ও দশম শ্রেণির (Class 9 and Class 10) শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে তাঁদের। এই ৬৫ জন শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে সামিল ছিলেন।
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে হাই কোর্টে একটি হলফনামা পেশ করে এসএসসি। সেখানে জানানো হয় ১৮৩ জন সুপারিশপত্র পেয়েছেন। পরে জেলা শিক্ষাবিভাগের ইন্সপেক্টররা জানান, ১০২ জন প্রার্থী যোগ দেননি। এরপর আদালতের নির্দেশ মেনে নতুন করে মেধাতালিকা দেখা হয়। পরে ৬৮ জনকে পাওয়া যায়। শুক্রবার তাঁদেরই সুপারিশপত্র দিতে ডাকা হয়েছে।
আরও পড়ুন: উঠে গেল রক্ষাকবচ, মেনকা গম্ভীরের মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট
এর আগে রাজ্যের কোন কোন স্কুলে কোন পদ খালি, তার তালিকা প্রকাশ করেছিল এসএসসি। ১৮৩ জন শিক্ষক, যারা ভুয়ো সুপারিশপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাঁদের নাম, রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর থেকে কোন বিষয়ে শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন, তা জানানো হয়েছে, ওই তালিকায়।