কলকাতা হাই কোর্টের নির্দেশে গ্রুপ সি-র বাতিল হওয়া ৮৪২টি পদের নিয়োগের নোটিস স্কুল সার্ভিস কমিশনের। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রথম দফায় ১০০ জনের কাউন্সিলিং করবে এসএসসি। আগামী ২৩ মার্চ হবে সেই কাউন্সেলিং।
গত সপ্তাহে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। ৭৮৫ জনের সুপারিশ পত্র বাতিল করে কমিশন। মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্র ছাড়া নিয়োগ হওয়ায় ৫৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাই কোর্ট। সেই নির্দেশ মতো চাকরি বাতিল করে কমিশন। পাশাপাশি হাই কোর্ট নির্দেশ দেয়, ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি কমিশনের।
উল্লেখ্য, উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগের সুপারিশপত্র দেয় এসএসসি। তার ভিত্তিতে নিয়োগ পত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ।