প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি শেষ সুপ্রিম কোর্টে। আপাতত রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, রায় ঘোষণা না হলে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা যাবে না। এর আগেও প্রথমে একদিন ও পরে ২ দিন তাঁকে রক্ষাকবচ দেয় সুপ্রিম কোর্ট। হাই কোর্টের সিবিআই তদন্তের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেন মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। হাই কোর্ট মামলার তদন্তভার দেয় সিবিআইকে। মানিক ভট্টাচার্যকেও সভাপতির পদ থেকে অরসারিত করা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। শুক্রবার এই মামলার শুনানি ছিল। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত। জানানো হয়েছে, রায় ঘোষণা না হলে গ্রেফতার করা যাবে না মানিক ভট্টাচার্যকে।