চাকরি বিক্রির এজেন্ট ও রাজনৈতিক নেতা দুই তরফেই চলত যোগাযোগ। ধৃত শান্তিপ্রসাদ সিনহাকে নিয়ে আদালতে এমনই অভিযোগ তুলল সিবিআই। উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধানের পদ ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্যও পৌঁছে দিতে বলে দাবি সিবিআইয়ের আইনজীবীর।
বৃহস্পতিবার নিম্ন আদালতে নিয়োগ মামলার শুনানি ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতিতে অন্যতম বড় মাথা ছিলেন শান্তিপ্রসাদই। তদন্তে জানা গিয়েছে, অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি বিক্রি করতেন। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন শান্তিপ্রসাদ।
একই ভাবে শান্তিপ্রসাদের সঙ্গে বহু রাজনৈতিক ব্যক্তিত্বের যোগাযোগেরও প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে সিবিআই। এই প্রথম শান্তিপ্রসাদের সঙ্গে রাজনৈতিক যোগের কথা সামনে আনল সিবিআই।