১৮৩ জন অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষকদের নাম প্রকাশ করার নির্দেশ দেয় হাই কোর্ট (Calcutta High Court)। সেই অনুযায়ী কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ কমিশনের। কোন কোন বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছে, তারও তালিকা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, শুক্রবারের মধ্যে অবৈধ উপায়ে এসএসসির সুপারিশপত্র নেওয়া ১৮৩ জনের নাম প্রকাশ করতে হবে কমিশনকে। কমিশনের ওয়েবসাইটে এরপরই সেই তালিকা প্রকাশ পায়। সেখানে শিক্ষক-শিক্ষিকার নাম, রোল নম্বর, অ্য়াপ্লিকেশন নম্বরও উল্লেখ করেছে কমিশন।
আরও পড়ুন: পুরনো নিয়মেই পরীক্ষা, ICSE ও ISC পরীক্ষার দিনক্ষণ ঘোষণা বোর্ডের
এই মামলায় এসএসসি আগে হাই কোর্টতে জানায়, ২০১৬ সালে নবম ও দশমে ভুয়ো সুপারিশপত্র পাওয়া ১৮৩ জন শিক্ষকের নাম খুঁজে বের করা গিয়েছে। এরপরই বিচারপতি নির্দেশ দেন, বৃহস্পতিবারের মধ্যে অবৈধ উপায় সুপারিশ পাওয়া ১৮৩ জনের তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি বৃহস্পতিবার স্কুল পরিদর্শকদের নির্দেশ দেন, তিন দিনের মধ্যে কমিশনকে এই তথ্য জানাতে হবে তাঁদের। আগামী ১৪ ডিসেম্বর কমিশনকে পরবর্তী রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় হাই কোর্ট।