১২০ মিনিট সময় বেঁধে দিয়েছিল হাই কোর্ট। ৮৯ মিনিটে ৫৭ জন গ্রুপ সি কর্মীর তালিকা প্রকাশ এসএসসির। সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়ে অভিযোগ উঠেছিল।
এই মামলার শুনানিতে দুপুর ১টা নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন ২ ঘণ্টার মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। ২টো ৩১ মিনিটেই প্রার্থী তালিকা ঘোষণা করে এসএসসি।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডল মুখোমুখি জেরা! সুকন্যা-সহ ১২ জনকে দিল্লি তলব ইডির
সময়সীমার অনেক আগেই ২টো ৩১ মিনিটে ৫৭ জন গ্রুপ সি কর্মীর তালিকা প্রকাশিত হয়েছে। দুপুর সাড়ে ৩টে নাগাদ এই মামলার ফের শুনানি। ৩ হাজার ৪৭৭ জনের মধ্যে ৩ হাজার ১১৫ জনের ওএমআর বিকৃতির অভিযোগ ওঠে। বেশ কয়েকজন পরীক্ষার্থীর ওএমআরের চেয়ে কম নম্বর সার্ভাবে ওঠে বলে অভিযোগ। এদিন আদালতে রীতিমতো বিষ্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।