৮৪২ জনের মধ্যে ৫৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শনিবার দুপুর ১২টার মধ্যে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের।
শুক্রবার হাই কোর্টে গ্রুপ সি বিভাগে ওএমআর শিট বিকৃতের অভিযোগে একটি মামলা ওঠে। শুনানিতে জানা যায়, ৫৭ জন সুপারিশপত্র ছাড়াই গ্রুপ সি বিভাগে চাকরি করছেন। এরপরই ২ ঘণ্টার মধ্যে ৫৭ জন কর্মীর নাম প্রকাশের নির্দেশ দেয় হাই কোর্ট।
আরও পড়ুন: শনিবার, দুপুর ১২টা, গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাই কোর্টের
আদালতের তথ্য অনুযায়ী, ৮৪২ জনের মধ্যে ৭৮৫ জনের সুপারিশপত্র ও মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র আছে। প্রথমে কমিশনকে সুপারিশপত্র প্রত্যাহার ও পরে পর্ষদকে নিয়োগপত্র প্রত্যাহারের নির্দেশ দেয় হাই কোর্ট। ৫৭ জনের সুপারিশপত্র না থাকায়, তাদের চাকরি বাতিল নিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।
৫৭ জন কোন স্কুলে কাজ করতেন, তাদের রোল নম্বর কী। কোন স্কুলে কাজ করতেন, তথ্য তালিকায় সবই জানিয়েছে এসএসসি। কমিশনের সুপারিশপত্র না থাকা সত্ত্বেও এই প্রার্থীরা নিয়োগপত্র পেয়ে স্কুলে কর্মরত ছিলেন।