এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। শুক্রবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তাঁরা। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি নিয়ে অঙ্কিতার বয়ান নেওয়ার জন্য তাঁদের তলব করেছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীকে প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। যদিও পরেশ অধিকারী সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জানিয়েছিলেন, কিছু নথি তাঁর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই নথি ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল তাঁকে। সেসব ফেরত নিয়ে এসেছিলেন তিনি।
২০১৮ সালে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় (SSC Recruitment Corruption) পরেশ অধিকারীর (Paresh Adhikary) মেয়ে অঙ্কিতা অধিকারী পেয়েছিলেন ৬১ নম্বর। আর এই মামলায় মামলাকারী ববিতা সরকার পেয়েছিলেন ৭৭ নম্বর।
কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই নম্বরের ফারাক আসলে অনেকটা। তার থেকেও বড় কথা হল, ববিতা সরকার পারসোনালিটি টেস্ট দিয়েছিলেন। তাতে ৮ নম্বর পেয়েছিলেন। কিন্তু অঙ্কিতা অধিকারী পারসোনালিটি টেস্টই দেননি। এর থেকেই পরিষ্কার যে অঙ্কিতা অধিকারীকে(Ankita Adhikary) মেধাতালিকায় নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, হাই কোর্টের নির্দেশে পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অঙ্কিতার চাকরি দিয়ে দেওয়া হয় ওই তালিকার 'যোগ্য প্রার্থী' ববিতা সরকারকে। অঙ্কিতার চাকরির বেতনও দিয়ে দেওয়া হয়। ববিতাকে।