কার্ডিওলজি বিভাগে বেড না পেয়ে রোগিনীর মৃত্যুর অভিযোগ এসএসকেএমে। মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতাল বিভাগের বাইরে পড়ে থেকে মৃত্যু হাওড়া থেকে আসা ৬৫ বছরের আকলিমা বিবির।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে নিয়ে আসা হয় ওই রোগীকে। হাওড়ার জগৎবল্লভপুর থেকে এক হাসপাতালে রেফার করা হয় তাঁকে। কার্ডিওলজি বিভাগে ভর্তির কথা লিখে দিলেও এসএসকেএমে বেড পাওয়া যায়নি বলে অভিযোগ। মধ্যরাতে তাঁকে রেফার করা হয় ন্যাশনাল মেডিকেলে। সেখানেও বেড পাওয়া যায়নি। এরপর এসএসকেএমে আনলে, হাসপাতালেই মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।