অবশেষে স্বস্তি। রাজ্য বাজেটে তিন শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য। বুধবার বাজেট পেশের সময়ই রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আগামী মার্চ মাসের বেতনের সঙ্গেই এই মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। একইসঙ্গে তিন শতাংশ মহার্ঘ্যভাতা পাবেন রাজ্যের সরকারি পেনশন ভোগীরা। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোটের আগে এদিনের বাজেটে এই ঘোষণা অন্যতম বড় চমক।
ওয়াকিবহাল মহলের দাবি, বাজেটে অবশ্য ডিএ ঘোষণার কথা ছিল না। কিন্তু বাজেট বক্তৃতার মাঝেই মুখ্যমন্ত্রীর থেকে একটি চিরকুট গিয়েছিল অর্থ প্রতিমন্ত্রীর হাতে। তারপরেই ঘোষণা করা হয় ডিএ-র কথা। মঙ্গলবারই ডিএ না পেলে পঞ্চায়েত ভোটে কাজ না করার হুমকি দিয়েছিল সরকারি কর্মচারিদের একাংশ। তার কয়েক ঘণ্টার মধ্যেই এদিন ডিএ নিয়ে ঘোষণা করল রাজ্য।
এদিনের বাজেটকে কর্মসংস্থান মুখী বাজেট বলেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাজেট ভাষণে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দুয়ারে সরকারে উপকৃত হয়েছেন রাজ্যের প্রায় ৯ কোটি মানুষ। উন্নয়নের এই ধারা বজায় রাখবে রাজ্য। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেও চন্দ্রিমার দাবি, রাজ্যবাসীর স্বার্থে শত বাধার পরেও উন্নয়নের কাজ চলবে।