পুলিশ নিয়ে আত্মবিশ্বাসী হলে, সিবিআইয়ে আপত্তি কেন ? বুধবার অভিষেকের কন্যার মামলায় এই প্রশ্ন কলকাতা হাই কোর্টের। আরজি করের ঘটনার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে টার্গেট করে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে ডায়মণ্ড হারবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে নিমতা থানা এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।
এই ঘটনায় পুলিশি অত্যাচারের অভিযোগ করেছিল ধৃতদের পরিবার। মামলা ওঠে হাই কোর্টে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ ছিল, এই ঘটনায় পুলিশের যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য।
এদিনের শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারীর উপর শারীরিক নির্যাতন হয়েছে, মেডিক্যাল রিপোর্টে সেটা স্পষ্ট। ওই রিপোর্টকে অস্বীকার করা যায় না। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো সিবিআই ওই ঘটনার তদন্ত করবে। রাজ্যের দায়িত্ব, আইন মেনে কাজ হয়েছে কি না, তা দেখা।