বকেয়া মহার্ঘ্য ভাতার (Pending DA) দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল রাজ্যের সরকারি কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চ। তার প্রেক্ষিতে এবার নির্দেশিকা নবান্নের। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার অফিসে আসতেই হবে। কর্মবিরতিতে অংশগ্রহণ করলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। শো-কজও করা হতে পারে।
রাজ্য সরকারের অর্থ দফতর এই নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মীরা কাজে যোগ না দিলে তাঁদের শো-কজ করা হবে। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, বা বাড়িতে কেউ মারা যায়, সেই পরিস্থিতিতে উপযুক্ত কাগজ দেখালে ছুটি মঞ্জুর করা হবে। এছাড়া ওই দুদিন অন্য কোনও কারণে ছুটি নেওয়া যাবে না। হাফ ছুটিও নেওয়া যাবে না।
আরও পড়ুন: অ্যাপ ক্যাবে যাত্রী হয়রানি, সমাধানে বৈঠকে বসছে পরিবহণ দফতর
রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরপরই সরকারি কর্মচারী পরিষদের সদস্যরা বৃহস্পতিবার নব মহাকরণের সামনে প্রতিবাদ করেন। ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে খুশি নন কেউ। বকেয়া ডিএ নিয়ে আন্দোলন চলবে বলে জানান তাঁরা।