মিছিলের রুট পরিবর্তন হলেও বৃহস্পতিবার পথে নামছেন কর্মচারী সংগঠনের একাংশ। বকেয়া ডিএ-এর দাবিতে এদিন রাজ্য সরকারি কর্মচারীদের এই মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে। উল্লেখ্য, মিছিলের পুলিশি অনুমতি না পেয়ে হাইকোর্টের দারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। পরবর্তীতে রুট বদলে মিছিলের অনুমতি দেয় হাইকোর্ট। এমনকি, এজলাসে সরকারি আইনজীবীকে ভৎসর্না করেন বিচারপতি রাজাশেখর মান্থা।
জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনে ফেরিঘাট থেকে বঙ্কিমসেতু, এমজি রোড, হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশের তরফে পুরনো রুটে মিছিল করতে অনুমতি মেলেনি। যার প্রধান কারণ হিসেবে বলা হয়, ট্রাফিক সমস্যা। কারণ ওই এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় মিছিল করতে সমস্যা হতে পারে বলে জানানো হয়।
আরও পড়ুন- Gold Price Today: লক্ষ্মীবারেরও স্বস্তি দিচ্ছে না সোনা-রুপোর বাজার দর, মুখ ভার ক্রেতাদের