বকেয়া ডিএ সহ একাধিক ইস্যুতে কলকাতার বুকে মহামিছিলের ডাক শিক্ষক-শিক্ষাকর্মীদের। ১২ জুলাই কমিটির ডাকা এই মিছিলের নেতৃত্বে ছিলেন আইনজীবী তথা বাম নেতা বিকাশ ভট্টাচার্য। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা অভিযানের উদ্দেশ্যে মিছিল শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের ৩০টি সংগঠন। তবে মিছিলকে মাঝপথেই আটকে দেওয়া হয় কলকাতা কর্পোরেশনের গেটে। সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী। বকেয়া ডিএ না পেলে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
১৬ ফেব্রুয়ারি বাজেট ঘোষণার দিনই মাত্র ৩ শতাংশ ডিএ-এর ঘোষণা করে রাজ্য সরকার। তারপর থেকেই গোটা রাজ্যের সরকারি কর্মচারীরা প্রতিবাদে সামিল হন। শিলিগুড়ির এক স্কুলে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল থেকে গণইস্তফা দেন ১১জন শিক্ষক।
অন্যদিকে, বকেয়া ডিএ-এর (Pending DA) দাবিতে ফের কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের। ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক যৌথ মঞ্চের। বাজেটে ৩ শতাংশ ডিএ-এর ঘোষণা করেছে রাজ্য। একরকই কর্মবিরতির ডাক দেন আন্দোলনকারী সরকারি কর্মীরা।