রাজ্যে অ্যাডিনো ভাইরাস রুখতে মঙ্গলবার ১০ দফার নির্দেশিকা প্রকাশ করে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে জারি ওই নির্দেশিকায় জানানো হয়, কোনও রেফার রেয়াত করা হবে না। তার ২৪ ঘন্টার মধ্যেই বিসি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা। হাসপাতাল চত্বর ঘুরে দেখার পাশাপাশি, তাঁরা খতিয়ে দেখেন হাসপাতালের পরিষেবাও। বুধবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য হাসপাতাল চত্বর পরিদর্শনের পর বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে হাসপাতালে। হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসেও পরিষেবা শুরু হয়েছে বলে খবর।
অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) সংক্রমণ দিন দিন বাড়ছে। এই ভাইরাসে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বিভিন্ন শিশু হাসপাতালে অ্যাডিনো সংক্রমণ নিয়ে ভর্তি শিশুদের ভিড় বেড়েই চলেছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই নতুন নির্দেশিকা (Adenovirus Guideline ) জারি করেছে স্বাস্থ্যভবন।
আরও পড়ুন- Rahul Gandhi's new look : ট্রিম করা দাড়ি, চুলও ছাঁটা, রাহুল গান্ধীর নতুন মেকওভারের রহস্য কী ?