কোভিড আক্রান্ত (Covid Affected) হলেন রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শনিবার দুপুরে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
শনিবার সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের শরীরে মৃদু উপসর্গ দেখা যায়। তারপরই টেস্ট করার তিনি। রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
আরও পড়ুন: সোমবার থেকে শুরু হবে ১৫-১৮ বছরের টিকাকরণ, টিকার অনীহা নিয়ে আক্ষেপ মেয়রের
কলকাতা কর্পোরেশনের শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার সহ আরও অনেক কাউন্সিলর। এবার আক্রান্ত হলেন রাজ্যে মন্ত্রী অরূপ বিশ্বাস।