আসা যাওয়ার পথে শুধু মৃত্যু শব্দটাই শোনা গেল তাঁর মুখে। তিনি রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার এই ছবি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এদিন ইডি হেফাজত থেকে জ্যোতিপ্রিয়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আবার ফিরিয়েও আনা হয়েছে। এই সময়ের মধ্যেই রাজ্যের মন্ত্রী দাবি করলেন, আর বেশিদিন তিনি বাঁচবেন না। কারণ, তাঁর বাঁদিক পরে যাচ্ছে।
এদিন বেরনোর সময় তিনি জানান, শরীর ভীষণ ভাঙছে। তাই আর বেশিদিন তিনি বাঁচবেন না। কম্যান্ড হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে ফেরার পর তিনি জানান, প্রায় মৃত্যু শয্যায় চলে যাচ্ছেন। শরীরের এক দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে।
আরও পড়ুন : বিনা সুদে ৯ কোটি টাকার ঋণ, জ্যোতিপ্রিয় কন্যাকে কেন দিয়েছিলেন বাকিবুর ?
জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘ দিন ধরেই সুগারের রোগী। তাঁকে গ্রেফতারের পর ইডি যখন আদালতে হাজির করেছিল, সেই সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে বেশ কিছু দিন হাসপাতালে কাটাতে হয়েছিল। সুস্থ হয়ে আবার ইডি দফতরে আসেন জ্যোতিপ্রিয়। ১৩ নভেম্বর তাঁকে আবার আদালতে হাজির করানো হবে।