রাজ্য পরিবহণ নিগমের(State Transport Corporation) পক্ষ থেকে আসন্ন বড়দিন(Christmas) উপলক্ষ্যে গঙ্গাবক্ষে বিশেষ ক্রুজ পরিষেবা(Cruise service) চালু করা হল। এই নতুন পরিষেবার উদ্বোধন করেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। সপ্তাহের কাজের দিনে বিকেল ৪টে ও ৬টায় দুটি সফর, এবং শনি-রবিবার সহ ছুটির দিনে দুপুর ১২টা থেকে দু'ঘণ্টা অন্তর এই ক্রুজ মিলেনিয়াম পার্ক(Millenium Park) থেকে ছাড়বে।
অতিমারী পরিস্থিতিতে বছরখানেক বন্ধ থাকার পর এবার কিছুটা নতুন আঙ্গিকে এই পরিষেবার সূচনা হল। অতীতের সব বৈশিষ্ট্যকে অক্ষুন্ন রেখেই গঙ্গাবক্ষে ক্রুজে(Cruise) এবার যুক্ত হচ্ছে নবীন শিল্পীদের গানের আসর। ফলে এই সফরের খরচ ৩৯ টাকা থেকে এক লাফে অনেকটাই বাড়ছে। যদিও পরিবহন নিগমের দাবি টিকিটের মূল্য বাড়ানো হয়নি। শুধু সংগীতানুষ্ঠানের জন্য অতিরিক্ত ১৩০ টাকার খরচ করতে হবে। সেক্ষেত্রে যাত্রীদের একসঙ্গে কাটতে হবে দুটি টিকিট। সবমিলিয়ে এই বিশেষ সফরে খরচ পড়বে ১৬৯ টাকা।
আরও পড়ুন- Mamata Banerjee: আগামী দুর্গাপুজোর ১০ দিন আগে থেকে ফেস্টিভ্যাল শুরু করব আমরা, বললেন মমতা
আগেও শুধুমাত্র রবিবার গঙ্গাবক্ষে বিশেষ একটি ক্রুজ চালানো হত রাজ্য পরিবহণ নিগমের (State Transport Corporation) পক্ষ থেকে। এক ঘণ্টার সফরে যাত্রীদের গান শোনানো ছাড়াও চা-কফি, হালকা জলখাবারের ব্যবস্থাও থাকত। আগের সমস্ত সুবিধা থাকবে বর্তমান ক্রুজেও(Cruise)। বাড়তি পাওনা হিসেবে থাকবে গানের আসর। ক্রুজ ছাড়াও সোম থেকে শুক্রবারের মধ্যে দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত চলবে লাইব্রেরী বোট(Library Boat)। যার খরচ পড়বে মাত্র ৫০ টাকা।