কয়েকজন উন্মত্ত যুবকের হাত থেকে পাড়ার কুকুরদের বাঁচাতে গিয়ে আক্রান্ত বারুইপুরের নড়িদানা এলাকার এক পরিবার। রবিবার রাতের এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে। বারুইপুর থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, পাড়ার কুকুরদের দেখভাল করেন এলাকার মণ্ডল পরিবার। অভিযোগ কয়েকজন যুবক পাড়ার একটি কুকুরের উপরের অত্যাচার করে। তার প্রতিবাদ করেন কার্তিক মণ্ডল। পাল্টা তাঁকে মারধোর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হয় কার্তিকের পরিবার।
অভিযোগ মণ্ডল পরিবারের উপর হামলা করে প্রায় ১৫ থেকে ২০ জন যুবক। যারা প্রত্যেকেই মদ খেয়ে ছিল। আক্রান্ত পরিবারকে বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়েন বেশ কয়েকজন প্রতিবেশীরাও। ওই হামলায় কার্তিকের ছেলে অভিষেক মণ্ডলের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। একাধিক ব্যক্তির বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবকরা।