আরজি কর কাণ্ডের আবহে এবার নতুন অভিযোগ কলকাতা মেডিকেল কলেজে। এক ডাক্তারি ছাত্রীর দাবি, রাজ্যের শাসকদল তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হয়। অভিযোগের তির মেডিকেল কলেজের চার অধ্যাপকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, চার অধ্যাপককে আড়াল করার চেষ্টা করেছেন ডিন। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মেডিকেল কলেজের ডিনকে সরানো হয়েছে। পড়ুয়াদের একাংশের দাবি, কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত চার চিকিৎসককে কাজে আসতে বারণ করা হয়েছে।
গত জুন মাসে ঘটনাটির সূত্রপাত। হস্টেলের জিএস ছিলেন অভিযোগকারী ছাত্রী। থাকার ক্ষেত্রে সমস্যা হয়েছিল। তা সুপারকে জানান তিনি। তখন তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। ওই ছাত্রী দাবি করেছেন, তাঁকে বলা হয় কলেজে 'সুস্থ ভাবে' থাকতে গেলে তৃণমূল করতে হবে। না করলে সমস্যায় পড়তে গহে। এমন কী পরীক্ষায় অকৃতকার্য করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিষয়টি জানিয়ে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষকে লিখিতভাবে অভিযোগ কেন ডাক্তারির ওই ছাত্রী।
অভিযোগের ভিত্তিতে কমিটি গঠন করেন অধ্যক্ষ। শুক্রবার সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে। পড়ুয়াদের একাংশের দাবি, সেই রিপোর্টে চার অধ্যাপক ও যাদের বিরুদ্ধে ছাত্রী অভিযোগ করেছিলেন, তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে। পরে ওই রিপোর্ট নিয়ে কলেজ কাউন্সিলেও বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নয়, রিপোর্টের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।