প্রথমে বচসা, তার থেকে হাতাহাতি। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত টেকনো ইণ্ডিয়া ইউনিভার্সিটির (Techno India university) সল্টলেক ক্যাম্পাস। অভিযোগ, অনুষ্ঠানের নাম করে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের র্যাগিং করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার বিশাল পুলিশবাহিনী।
ছাত্রছাত্রীদের একটি সূত্রের অভিযোগ, অনুষ্ঠানের নাম করে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের র্যাগিং (Ragging) করা হয়। কিন্তু ছাত্রছাত্রীদের অন্য একটি সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন ধরেই কলেজে ক্যাম্পাসিং হয় না। এর প্রতিবাদে চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের একটি অংশ কলেজে ক্লাস বয়কটের ডাক দেয়। কিন্তু তার প্রতিবাদ করে দ্বিতীয় বর্ষের কিছু পড়ুয়া। এরপরেই তাদের ওপর চতুর্থ বর্ষের কিছু ছাত্র হামলা চালায় বলে অভিযোগ।
প্রসঙ্গত উল্লেখ্য, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ টেকনো ইন্ডিয়া গ্রুপের (Techno India Group) তত্ত্বাবধানে তৈরি করা হয়। ২০১২ সালে রাজ্য আইনসভা আইনের ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নয়া প্রকল্পগুলির মধ্যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অন্যতম। পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসাবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বব্যাপী খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক খেতাব অর্জন করেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি।