বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা (Behala Road Accident) । রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ গেল বড়িশা হাইস্কুলের প্রাথমিকের পড়ুয়ার । মৃতের নাম সৌরনীল সরকার (৭) । বাড়ি নবপল্লীতে । দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার বাবা সরোজ কুমার সরকারও । প্রথমে গুরুতর জখম অবস্থায় ওই পড়ুয়ার বাবাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁরও মৃত্যু হয় ।
শুক্রবার সকালে দুর্ঘটনার (Road Accident) পর থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি বেহালার । ক্ষোভে ফেটে পড়েছে জনতা । মৃতদেহ আটকে রেখে চলছে বিক্ষোভ। এমনকী পুলিশ ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ।
আরও পড়ুন, West Bengal Weather Update: নিম্নচাপ সরতেই দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি
জানা গিয়েছে, এদিন সকালে বাবার সঙ্গে রাস্তা পেরোচ্ছিলেন ওই দ্বিতীয় শ্রেণির পড়ুয়া । হঠাৎই তাদের ধাক্কা মারে পুরসভার মাটি বোঝাই একটি লরি । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার । গুরুতর জখম অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার বাবাকে । পরে তাঁরও মৃত্যু হয় ।
ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা । পড়ুয়ার মৃতদেহ আটকে রেখে চলছে প্রতিবাদ । সরকারি বাসে ভাঙচুর চালানো হয়, জ্বালিয়ে দেওয়া পুলিশের গাড়ি । বিক্ষোভের জেরে অবরুদ্ধ ডায়মন্ড হারবার রোড ।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয়রা । তাঁদের অভিযোগ, ট্রাফিকের কোনও সিস্টেম নেই। পুলিশের বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা ।