মঙ্গলবারের নবান্ন অভিযানে অরাজকতার অভিযোগ। কলকাতা থেকে গ্রেফতার করা হল ছাত্র সমাজের মূল নেতা সায়ন লাহিড়িকে। ফেসবুকে নিজের হ্যান্ডেল থেকে এই খবর পোস্ট করেছেন বিজেপির রাজ্যসভাপতি এবং কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, নবান্ন আন্দোলনের গর্জন দেখে বুক কেঁপে গিয়েছে নবান্নের। তাঁর অভিযোগ, তাই ধরপাকড় করে গণতন্ত্রের কন্ঠরোধ করতে চাইছে সরকার। উল্লেখ্য নবান্ন অভিযানের পর মঙ্গলবার কলকাতার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের চ্যাট শোতে অংশ নিয়েছিলেন সায়ন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে নবান্নে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে রাজ্যে চলছে বিজেপির ১২ ঘণ্টার বাংলা বনধ। রাজ্যে বনধে এখনও পর্যন্ত আংশিক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। কোচবিহারে সকাল থেকে বনধ ঘিরে উত্তেজনা দেখা দেয়। বনগাঁয় রেল অবরোধ করেন বনধ সমর্থকরা। তবে কলকাতায় জনজীবন এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। ভবানীপুরে সকালে বনধ সফল করতে রাস্তায় নামেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল।
মঙ্গলবারই নবান্ন জানিয়েছে, রাজ্যে কোনও বনধ মানা হবে না। সর্বশক্তি ব্যবহার করে তা প্রতিরোধ করা হবে। সরকারি সব দফতরে কাজ হবে। খোলা থাকবে স্কুল-কলেজ। এদিনই মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। একইমঞ্চে দেখা যাবে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।