যাদবপুরের ঘটনায় এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ দাবি করল বাম ছাত্র সংগঠন এসএফআই। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে মিছিল বার করা হয়। ঢাকুরিয়া থেকে মিছিল শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল যাদপুরের এইটবি বাস স্ট্যান্ডে। কিন্তু যাদবপুর বিদ্যালয়ের চার নম্বর গেটের কাছেই বামেদের মিছিল আটকে দেওয়া হয়।
এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের অভিযোগ, যাদবপুরের ক্ষমতায় থাকায় অতিবাম সংগঠনগুলি তৃণমূল বিজেপি স্যাডো সংগঠন হিসাবে কাজ করছে।
তাঁর অভিযোগ, মূল হস্টেল থেকে র্যাগিংয়ের বার বার অভিযোগ এসেছে। ছাত্র নেতার দাবি, একমাত্র বাম ছাত্র সংগঠনই ক্যাম্পাসে পড়ুয়াদের উপর অত্যাচার রোখার চেষ্টা করে চলেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কোনও দাবি শোনার প্রয়োজন মনে করেনি।
ভারতের চার নম্বর, রাজ্যের এক নম্বর বিশ্ববিদ্যালয় যাদবপুর। তার এই অবস্থার জন্য অতিবাম ছাত্র সংগঠনগুলিকেই দায়ী করেছেন সৃজন। কেন পুলিশ মূল হস্টেল ঢুকতে পারে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
সৃজনের দাবি, এই ব্যাপারে রাজ্যের পুলিশমন্ত্রীর সঙ্গে কী কোনও আলোচনা করেছেন পুলিশের কর্তারা ? বাম ছাত্র সংগঠনের অভিযোগ, ক্যাম্পাসের মধ্যে অতিবাম ছাত্র সংগঠনগুলিই যাদবপুরের গড়িমাকে কালিমালিপ্ত করছে।