উত্তেজনা এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। কেন্দ্রবিন্দুতে সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যাঁকে সোমবারই আরজি কর হাসপাতাল থেকে পার্ক সার্কাসের এই সরকারি হাসপাতালে অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের পরেই প্রতিবাদে গর্জে উঠেছিল পড়ুয়ারা। দাবি করেছিল এই হাসপাতাল আস্তাকুঁড় নয়।
মঙ্গলবার সকাল থেকেই অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন প্রতিবাদীরা। তাঁদের সাফ কথা, কোনও ভাবেই অধ্যক্ষ হিসাবে এই হাসপাতালে কাজ করতে পারবেন না সন্দীপ ঘোষ। আরজি করের ঘটনা নিয়ে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চলছে কর্মবিরতি। তারমধ্যেই নতুন অধ্যক্ষকে নিয়ে পড়ুয়াদের ক্ষোভ। এই সাঁড়াশি চাপে পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে পাঠানো হয় দুই তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং জাভেদ খানকে।
হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি স্বর্ণকমল সাহা। তাঁকে গিয়ে পড়ুয়াদের সামনে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। সোমবারের সিদ্ধান্তে সরকার জানিয়েছে, সন্দীপ ঘোষের জায়গায় আরজি করের অধ্যক্ষের কাজ করবেন সুহৃতা পাল। ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়কে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে।
কেন তাঁদের অধ্যক্ষ অজয় রায়কে হঠাৎ বদলি করে সন্দীপ রায়কে নিয়ে আসা হচ্ছে, তা নিয়েই প্রতিবাদ পড়ুয়াদের। এদিকে, আরজি করের ঘটনা সরজমিনে দেখতে এদিন হাসপাতালে গেলেন জাতীয় মহিলা কমিশনের দুই সদস্য।