ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বুধবার ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। কর্মসমিতির বৈঠক শেষ হতেই নির্বাচন নিয়ে ফের দাবি আন্দোলনকারী পড়ুয়াদের। বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে ছাত্রদের দাবিকে সম্মতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তারাও। সংসদ নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
২০২০ সালে শেষবার নির্বাচন হয়েছিল। ৩ বছরের বেশি সময় কেটে গিয়েছে। সূত্রের খবর, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এর আগে সরকারের কাছে ৪ বার চিঠি পাঠিয়েছে যাদবপুর। তারপরও ভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় ক্ষোভ বেড়েছে।
আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিনয় তামাং, পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ জানাবেন শীঘ্রই
বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা তর্পন সরকার বলেন, "কর্মসমিতি যদি দায়সারা ভাবে একটা দায়সারা ভাবে চিঠি লিখলে কোনও সমাধান হবে না। কর্মসমিতির উপর ক্রমাগত চাপ রাখব। আমাদের আন্দোলন জারি থাকবে।"