এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু নিয়ে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। ফের ছাত্র মৃত্যু খাস কলকাতায়। কসবার একটি স্কুলের ৫ তলা থেকে পড়ে গিয়ে একটি ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দশম শ্রেণির ওই ছাত্র আত্মহত্যাই করেছেন না অন্য কোনও কারণ তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও ছাত্রের পরিবারের তরফে স্কুল শিক্ষকের বিরুদ্ধে মানসিক চাপ তৈরির অভিযোগ করা হয়েছে।
Barasat Woman Rape: বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে যুবতিকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪
সোমবার ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ছাত্রের বাবর বক্তব্য , একটি প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল। দিতে পারেনি বলে ওকে বকাবকি করা হয়েছিল। সবার সামনে কান ধরে দাঁড় করানো হয় বলেও অভিযোগ , তাতেই হয়ত অপমানিত বোধ করেছিল ওই ছাত্র। এমনটাই দাবি তাঁর বাবার।