প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়া-যুগলদের দেখলে 'ধরপাকড়'। এমনই অভিযোগ তুলেছিল পড়ুয়াদের একাংশ। এবার কর্তৃপক্ষের তৈরি খসড়া আচরণ বিধির বিরোধিতায় পড়ুয়ারা।
ছাত্র সংগঠন এসএফআই ও আইসি সদস্যদের অভিযোগ, ওই খসড়া আচরণ-বিধি অনেকাংশ আপত্তিকর। বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মিটিং, মিছিল করা যাবে না। প্রাক্তনীরা রেজিস্তারে স্বাক্ষর না করে ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। কর্তৃপক্ষকে না জানিয়ে অডিয়ো-ভিডয়ো সমাজমাধ্যমে দেওয়া যাবে না। নিরাপত্তারক্ষীরা ক্যাম্পাসের যে কোনও জায়গায় পড়ুয়াদের পরিচয়পত্র দেখতে চাইতে পারেন। প্রেক্ষাগৃহ বুকিংয়ের আগে অনুষ্ঠান সম্পর্কে জানাতে হবে কর্তৃপক্ষকে।
পড়ুয়াদের একাংশের অভিযোগ, ২০০ বছরের প্রেসিডেন্সির মুক্ত পরিবেশকে বদ্ধ করে তোলা হচ্ছে। পড়ুয়াদের একংশের অভিযোগ, কয়েক মাসে বেশ কিছু যুহলকে ডিন অফ স্টুডেন্টসের অফিসে ডেকে পাঠানো হয়েছে। বাড়িতে চিঠি পাঠানো, বিভিন্নভাবে হেনস্থা করার ঘটনা ঘটেছে। এমনই অভিযোগ প্রেসিডেন্সি কর্তৃপক্ষের বিরুদ্ধে।