খাস কলকাতায় ফিরে এল বারমুডা ট্রায়াঙ্গল রহস্য(Barmuda Triangle Mystery)। তাও আবার আকাশপথে নয়, খোদ সড়কপথে। শুক্রবারই মহিষবাথানের সল্টলেক শিক্ষা নিকেতন(Sallake Shikkha Niketan School) স্কুল খুলেছে। আর সেদিনই চরম সমস্যার সম্মুখীন হলেন অভিভাবকরা। যার জেরে খাওয়া-ঘুম মাথায় উঠল তাঁদের।
সমস্যার সূত্রপাত সকালে। জানা যায়, স্কুল ছুটি হয় ১১টা নাগাদ। কিন্তু তারপর থেকে ঘণ্টার পর ঘন্টা কেটে গেলেও কোনও পডুয়া বাড়ি ফেরেনি। ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা। চিন্তিত অভিভাবকদের অভিযোগ, স্কুল থেকে বেরোনোর পরেই হঠাৎ করেই উধাও হয়ে যায় স্কুলের তিনটি বাস(School Bus Missing)। বাসচালকদের ফোন নম্বর না থাকায় অভিভাবকরা ফোন করেন স্কুল শিক্ষকদের। কিন্তু তাঁরাও কোনও সদুত্তর দিতে না পারায় রহস্য ঘনীভূত হয়। এরপর স্কুলে গিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
আরও পড়ুন- Task Force in Kolkata: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মানিকতলা, লেক রোডে অভিযান টাস্ক ফোর্স-ইবির
প্রায় তিনঘন্টা আশা-আশঙ্কার দোলাচলে কাটার পর অবশেষে হদিশ মেলে ওই তিনটি বাসের। জানা গেছে, তিনটি বাস যথাক্রমে নিউটাউন, কলকাতা এবং এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। স্কুল সূত্রে খবর, 'সামান্য' ভুল বোঝাবুঝি থেকেই এই সমস্যার সূত্রপাত। পড়ুয়ারা ভুল করে অন্য বাসে উঠে পড়েছিল। কিন্তু কেন বাস চালকদের(Bus Driver Missing) ফোনে যোগাযোগ করা যায়নি, তারপর কীভাবেই বা তাদের ফিরে পাওয়া গেল, এ সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে শেষ ভাল যার, সব ভাল তাঁর- এই আপ্তবাক্যকে স্মরণ করেই ঘরের ছেলে-মেয়ে ঘরে ফেরায় হাঁফ ছেঁড়ে বেঁচেছেন অভিভাবকরা।