সোমবার অনশন প্রত্যাহার(Students withdraw Hunger Strike) করলেন মেডিকেল কলেজের পড়ুয়ারা। টানা ২৬৪ ঘণ্টার অনশন থামালেন আন্দোলনকারীরা। তবে এদিন পড়ুয়ারা জানান, নিজেদের ভোট(Students Union Election) তাঁরা নিজেরাই করিয়ে নেবেন। ২২ ডিসেম্বর সেই ভোট হবে সেই ভোট হবে বলেও জানান তাঁরা। সোমবার ফলের রস খেয়ে অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারী পড়ুয়ারা।
এদিন ছাত্র ভোটের দাবিতে মিছিলে পা মেলান মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। মিছিলে যোগ দেন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেন(Binayak Sen), অম্বিকেশ মহাপাত্র-সহ(Ambikesh Mahapatra) ডক্টরস ফোরামের চিকিৎসকেরা। মিছিল শেষ হতেই অনশন ভাঙার কথা ঘোষণা করেন মেডিকেলের পড়ুয়ারা। অবশেষে চিকিৎসক বিনায়ক সেনের হাতে ফলের রস খেয়ে অনশন ভাঙেন তাঁরা।
আরও পড়ুন- Kaushik Sen: এবার মেডিকেল কলেজের আন্দোলনকারীদের পাশে কৌশিক সেন, ভিডিওতে পাশে থাকার বার্তা
উল্লেখ্য, সোমবারই মেডিকেল কলেজে ছাত্রভোটের দাবিতে বিক্ষোভরত পড়ুয়াদের(Students Protest in Medical College) পাশে দাঁড়ান কৌশিক সেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, 'রাজনৈতিক দল বা মতবাদের তাঁবেদারি করছি না। আন্দোলনকারীদের পাশে আছি।' পড়ুয়াদের ছাত্রভোটের দাবিতে আন্দোলনকে(Students Protest in Medical College) মানতে নারাজ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কৌশিক(Kaushik Sen on Medical College)।