প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলে অব্যবস্থার অভিযোগ। কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব আবাসিকরা। ডিন অফ স্টুডেন্টস-কে ১৮ ঘণ্টা ধরে ঘেরাও করে অবস্থান বিক্ষোভে শামিল আবাসিক পড়ুয়ারা। মঙ্গলবার রাত থেকে ধরনা শুরু করেছেন আবাসিকরা।
হিন্দু হস্টেলের আবাসিকদের দাবি, সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। অভিযোগ, দীর্ঘ কয়েকমাস ধরে হস্টেলের ৩,৪,৫ নম্বর ওয়ার্ড বন্ধ হয়ে গিয়েছে। মেস চালুর জন্য আন্দোলন চালাচ্ছেন আবাসিক পড়ুয়ারা। আবাসিকদের অভিযোগ, আর্থিকভাবে দুর্বল ২০০ ছাত্র হস্টেলে থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি হস্টেলের বেড ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াই ফাই সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
আরও পড়ুন: প্রয়াত বিধায়ক বিষ্ণুপদ রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
অভিযোগ, কর্তৃপক্ষ বৈঠকে আসবে বলেও কেউ আসেননি। মঙ্গলবার ওয়েলফেয়ার কমিটির পড়ুয়াদের সঙ্গে ডিন অফ স্টুডেন্টস-এর মতবিরোধ হওয়ার পরই ঘেরাও কর্মসূচি শুরু করা হয়।