কলকাতা মেডিকেল কলেজের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University)। ফের একবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পথে নামলেন কলেজ পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন ডিএসএফের(DSF) কর্মী-সমর্থকরা সোমবার দুপুরে এক বিক্ষোভ মিছিলের(Protest Rally) ডাক দেন।
ডিএসএফ সমর্থকদের কথায়, দীর্ঘ ২ বছর ধরে যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। তারপরেও না রাজ্য সরকার, না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কারুরই কোনও হেলদোল নেই। মিছিলের পাশাপাশি, নির্বাচনের দাবিতে স্মারকলিপি জমা দেয় ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন ডিএসএফ(DSF Protest Rally)। তাঁদের আরও দাবি, ছাত্র সংসদ নির্বাচনের(Jadavpur University Union Election) নির্দেশিকা জারির জন্য অবিলম্বে রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে।