অনলাইন পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Hunger strike in CU) সামনে অনশন ছাত্র ছাত্রী দের। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র ছাত্রীরা অনশনে অংশ নেয়। বৃহস্পতিবার দুপুর থেকে অনশন চলছে। রাতেও তাঁদের উপস্থিতি উজ্জ্বল।
কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা অনলাইনে (Online mode of examination) হবে না অফলাইনে, ৩ জুন সিন্ডিকেটের বৈঠকে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । কিন্তু তার আগের দিন থেকেই অনশনে বসেছে পড়ুয়ারা।
যাদবপুর এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আগেই অফলাইন পরীক্ষার পথে হেঁটেছে । কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফেও একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এই আশঙ্কা থেকেই আগাম বিক্ষোভে নেমেছেন পড়ুয়াদের একাংশ। বিগত বেশ কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। একই দাবিতে বিক্ষোভে সংস্কৃত কলেজের পড়ুয়ারাও।
বিশ্ববিদ্যালয়ের অশিকাংশ পড়ুয়াই অনলাইন পরীক্ষার পক্ষে। অনেকেই জানালেন, টানা অনলাইন, তারপর মাত্র কিছুদিনের জন্য অফলাইন ক্লাস হয়েছে। চারমাসের সিলেবাস একমাসে পড়ানো হয়েছে। তাই তাঁরা অফলাইন পরীক্ষার জন্য প্রস্তুত নন।