অফলাইন ও অনলাইন পরীক্ষা (Online Exam and Offline Exam) বিতর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভ। অনলাইন পরীক্ষা না হলে পরীক্ষা বয়কটের হুঁশিয়ারি দিয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) পড়ুয়ারা।। এদিকে যাদবপুরের পাশে দাঁড়িয়ে অফলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। তা নিয়েও বিক্ষোভে পড়ুয়ারা।
মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস (Park Circus) ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। অন্যরা অনলাইনে পরীক্ষা করলে আলিয়া বিশ্ববিদ্যালয় কেন করবে না। এই দাবি নিয়ে বিক্ষোভে নামেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়, অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত বদল করা যাবে কিনা, তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: বেঅইনিভাবে মেয়ের চাকরি, কোর্টের নির্দেশে পরেশ অধিকারীকে তলব সিবিআইয়ের
সোমবার পরীক্ষা নিয়ে বঠকে বসে রবীন্দ্রভারতী কর্তৃপক্ষ। উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, আগের মতো অফলাইনেই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়েই বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা।
গত শুক্রবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর জানিয়ে দেয়, পরীক্ষা কীভাবে হবে তা সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারপরই এক এক বিশ্ববিদ্যালয় পরীক্ষার সিদ্ধান্ত নেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও এবার অফলাইন পরীক্ষার পথেই হেঁটেছে।