করোনাকাল কার্যত কেটে যাওয়ার পরেই রাজ্যের কলেজ, বিশ্ববিদ্য়ালয়গুলিতে অফলাইনে পরীক্ষার কথা আগেই ঘোষণা করেছে রাজ্য। তাতেও অবশ্য় অনলাইনের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভে কোনও ভাটা নেই। সোমবার এই একই দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) গেটের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। দফায় দফায় সেই বিক্ষোভের জেরে আংশিক ভাবে যানজট হয় কলেজস্ট্রিটে। ক্যাম্পাসের (College Street campus) সামনের একদিকের রাস্তা আটকে চলে লাগাতার অবস্থান-ধর্না।
রাজ্য়ের যুক্তি ছিল, মাধ্য়মিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা এবার অফলাইনে হয়েছে। তাই কলেজ-বিশ্ববিদ্য়ালয়ের পরীক্ষা অফলাইনে না হওয়ার কিছু নেই। সেইমতো, গত ৩ জুন অফলাইন পরীক্ষার পক্ষেই মত দেয় বিশ্ববিদ্যালয়ের(Calcutta University) সিন্ডিকেট বিভাগ। গত ২৭ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কলেজের অধ্যক্ষদের বৈঠক ছিল। সেখানেও অধ্যক্ষরা অফলাইন পরীক্ষার(Offline Exam) পক্ষেই মত দিয়েছেন।
আরও পড়ুন- Higher secondary: বিজ্ঞান বিভাগের জন্য ৩৫ % যথেষ্ট? বিশেষজ্ঞদের প্রশ্নের মুখে রাজ্যের নয়া সিদ্ধান্ত
কিন্তু পড়ুয়াদের দাবি, অফলাইন পরীক্ষা(Offline Exam) দেবার জন্য যতটা সময় দরকার সেটা তাঁরা পাচ্ছেন না। তাই অনলাইনেই পরীক্ষা নিতে হবে। অফলাইনে পরীক্ষা নিতে হলে জুন থেকে চার মাস সময় দিতে হবে তাঁদের। এবার এই বিক্ষোভের জেরে কী করবে রাজ্য সরকার, এখান সেটাই দেখার।