ঘেরাও উঠলেও অচলাবস্থা কাটল না কলকাতা মেডিকেল কলেজে(Calcutta Medical College & Hospital)। ছাত্রভোটের দাবিতে এবার আমরণ অনশনের হুঁশিয়ারি ডাক্তারি পড়ুয়াদের। তবে এখনই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, তা বুধবারই স্পষ্ট করে দেন হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক(TMC MLA) চিকিৎসক সুদীপ্ত রায়। বরং ছাত্রদের এই 'হঠকারী' সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন তিনি। তৃণমূল বিধায়ক জানান, "ছাত্ররা মন দিয়ে পড়াশোনা করুক। সময়মতো নিশ্চয়ই নির্বাচন হবে। তার জন্য ঘেরাও অনশনের প্রয়োজন নেই।” অন্যদিকে, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা হয়েছে। তবে ছাত্র সংসদ নির্বাচন(Students Protest in Medical College) নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।
দেড় দিনের মাথায় অবশেষে ঘেরাও মুক্ত কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical College) । বুধবার রাত দেড়টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে পড়ুয়ারা জানিয়েছেন, আপাতত তাঁরা ঘেরাও (Students Protest in Medical College) তুলে নিচ্ছেন । তবে, তাঁদের তিনটে দাবি যদি না মেনে নেওয়া হয়, তাহলে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা । এমনকী, তার জন্য বুধবার দুপুর পর্যন্ত তাঁরা সময়সীমা বেঁধে দিয়েছেন । নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্র নির্বাচনের দিনক্ষণ সুনিশ্চিত করতে হবে । সেইসঙ্গে তাঁদের দাবিও মানতে হবে । তা না হলে আমরণ অনশন করবেন তাঁরা ।
আরও পড়ুন- Titagarh Blast: ফের রাজ্যে বোমা বিস্ফোরণ, টিটাগড়ে গুরুতর জখম কিশোর
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার থেকেই উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল(Students Protest in Medical College)। আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে বন্ধ পরিষেবা । অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের প্রধানদের ঘেরাও করে বিক্ষোভ চালানো হয় । সোমবার থেকে রাতভর ঘেরাও করে রাখা হয় অধ্যক্ষ, এমএসভিপি-সহ বাকি বিভাগীয় প্রধানদের । অসুস্থ হয়ে পরেন তাঁরা । হয়রানির শিকার হতে হয় রোগীদেরও । অবশেষে বুধবার মধ্যরাতে ঘেরাও থেকে মুক্তি পান তাঁরা ।